Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

রাজশাহী বিভাগে নানাবিধ প্রাকৃতিক সম্পদ রয়েছে : এ বিভাগের অন্তর্ভূক্ত পাবনা জেলার চলনবিল এলাকার কিছু অংশে পিট কয়লা পাওয়া যায়। সমগ্র বাংলাদেশে পিটের মোট মজুতের পরিমাণ ১৭ কোটি টনের বেশী। তন্মধ্যে শুধু চলনবিলেই মজুতের পরিমান প্রায় ৬.২ কোটি টন। চলনবিলের মজুতের গভীরতা ০.৫ - ৪.৭৫ মিটার, পুরুত্ব ৩.৩৫ - ৭.৬৫ মিটার, কার্বন ১৪.৮০%, ভস্ম ৪৬.১৩%, আর্দ্রতা ৮.৫৩%, উদ্বায়ী বস্ত্ত ৫৪.১৩%। তবে এই মজুত থেকে পিট উত্তোলন এখনও শুরু হয়নি। গার্হস্থ্য কাজে, ইটের ভাটায় এবং বয়লারের জ্বালানী হিসাবে পিট ব্যবহার করা হয়। আমাদের দেশে বিকল্প জ্বালানী হিসাবে পিটের সম্ভাবনা অতি উজ্জ্বল।

জয়পুরহাট অঞ্চলের জামালগঞ্জ পাহাড়পুর এলাকায় ভূপৃষ্ঠ হতে ৬৪০ মিটার গভীরে বিপুল পরিমাণ পার্মিয়ান যুগের বিটুমিনাস কয়লা পাওয়া গেছে। এই কয়লার খনিতে মোট ৬টি স্তর আছে যার মোট পুরুত্ব ৬৪ মিটার। উন্নতমানের জ্বালানী হিসেবে এবং জৈব রাসায়নিক কাঁচামাল হিসেবে এই কয়লা ব্যবহার করা যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা। এখানে প্রায় ১০৫৩.৯০ মিলিয়ন টন কয়লা মজুদ আছে বলে ধারণা করা হয়। এ বিভাগের নাটোর জেলার গুরুদাসপুর চাঁপিলা ইউনিয়নের একটি টিউবওয়েল সংস্কার করার জন্য ১.৫ (দেড়) ইঞ্চি ব্যাসার্ধের পাইপ দ্বারা সংস্কারকালে ৮/৩/১১ তারিখ বিকাল ৫:০০ টায় উক্ত টিউবওয়েল থেকে শব্দ বের হতে থাকে এবং ২-২.৫ ফিট উচ্চতায় আগুন জ্বলতে থাকে। বিষটি নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।