ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক হিসেবে এবং ২০১৯-২০২১ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্ন্যান্স অধিশাখার যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ২০০৯-২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনের চাকুরির মাধ্যমে পেশাগত জীবন শুরু করে তিনি ২০১৭-২০১৯ সালে গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন কর্মস্থলে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় সম্পন্ন করে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে পাবলিক পলিসি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ও বিদেশে প্রকাশিত বেশ কয়েকটি বই এবং জার্নালে তাঁর লেখা প্রকাশিত হয়েছে, যার মধ্যে “Agrobiodiversity and Farmers’ Rights: Dynamics and Bangladesh’s Policy Responses” শীর্ষক বইটি LAMBERT Academic Publishing, Germany থেকে প্রকাশিত হয়েছে। তিনি পেশাগত কারণে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন, জাপান, সিঙ্গাপুর, ভারতসহ ২০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন।
ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এঁর নিজ জেলা চাঁদপুর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী জনাব দিলসাদ জাহান ঢাকাস্থ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের শিক্ষক এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন শিল্পী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস