জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি ১৯৬৪ সালে নারায়নগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সেন্ট গ্রেগরী হাইস্কুল হতে এসএসসি এবং নটর ডেম কলেজ হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি সিংগাপুর থেকে Managing Change in the Singapore Public Service, ভারত থেকে Good Governance and Effective Public Administration ও যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি থেকে ‘Leadership in Public Sector’ কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি প্রাইম ইউনিভার্সিটি হতে এমবিএ এবং নর্দার্ন ইউনিভার্সিটি হতে Public Policy & Management বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং যুক্তরাজ্যের Wolverhampton University হতে Managing at the Top (MATT-2) কোর্স সম্পন্ন করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের একজন গর্বিত সদস্য এবং ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম জেলায় যোগদান করেন। পরবর্তীতে সিলেট জেলায় সহকারী কমিশনার ও একই জেলার গোলাপগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার জেলায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও), সহকারী পরিচালক (স্থানীয় সরকার) হিসেবে দায়িত্ব পালন এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দ্রুত বিচার আদালত পরিচালনা করেন। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর ও সিলেট জেলার কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও দুর্নীতি দমন কমিশনে সচিবের একান্ত সচিব ও উপপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি জেলা প্রশাসক হিসেবে মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি উপসচিব হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়ে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালে মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সফলতার সাথে সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করেন। এছাড়া ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি উক্ত মন্ত্রণালয়ের উক্ত বিভাগে অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি তাঁর বর্ণাঢ্য চাকুরী জীবনে সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ভারত, চীন, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা, নেপাল, কুয়েত, ফ্রান্স সহ বিভিন্ন দেশ ভ্রমণ ও চাকুরী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তাঁর সুযোগ্য সহধর্মিণী বেগম ডা. শারমীন হোসেন ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। পারিবারিক জীবনে তাঁরা এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক-জননী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস