বিভাগীয় কমিশনার এ কার্যালয়ের প্রধান কর্মকর্তা। তাঁর অধীনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ তিন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে একজন সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার দায়িত্ব পালন করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এর অধীন সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার (সাধারণ), সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) এবং সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার (হিসাব ও নেজারত) এ তিনজন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। অপরদিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর অধীন সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার (রাজস্ব) এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এর অধীন সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার (উন্নয়ন ও আইসিটি) দায়িত্ব পালন করেন। এছাড়া এ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তার একটি পদ রয়েছে।