ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ সরকারি ই-সেবা প্রদানকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ই-কমার্স বিষয়ক বেসরকারী প্রতিষ্ঠান এবং রাজশাহী বিভাগের ০৮ টি জেলা হতে বাছাইকৃত তরুন উদ্ভাবকদের নিয়ে আজ ১৫ মার্চ সকাল ১১.০০ ঘটিকায় রাজশাহী কলেজ মাঠ প্রাঙ্গনে উদ্বোধন করা হয় বিভাগীয় পর্যায়ে রাজশাহী ডিজিটাল উদ্ভাবনী মেলা২০১৬।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজনাব মো: শাহরিয়ার আলম এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।জনাব হেলালুদ্দীন আহমদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মহা: হবিবুর রহমান, অধ্যক্ষ, রাজশাহী কলেজ এবং কাজী আশরাফ উদ্দীন, জেলা প্রশাসক, রাজশাহী ও এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ জনাব নাইমুজ্জামান মুক্তা।
এ বছরই প্রথম বিভাগীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন ই-সেবা জনগণের নিকট তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় মোট ৫২ টি স্টল অংশগ্রহণ করেন। এছাড়াও ০৯ টি তরুন উদ্ভাবক টিম মেলায় অংশগ্রহণ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS