“ক্ষুদ্র ক্ষুদ্র ইনোভেশন পাল্টে দিবে অন্যদের ভিশন” বিভাগীয় কমিশনার, রাজশাহী মহোদয় এই স্লোগানটি নিয়ে কাজ শুরু করেন ২০১৪ সালের এপ্রিল মাসে সেই থেকে রাজশাহী বিভাগের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এক অভুতপূর্ব পরিবর্তনের পাশাপাশি নিজস্ব অফিসটিকেও সাজিয়েছেন আধুনিকতার ছোঁয়ায়। অফিসের ফাইলিং থেকে শুরু করে সার্ভিস ডেলিভারী, অফিসারসহ অফিসে কর্মরত সকলের মানসিকতার পরিবর্তন থেকে অফিসের সার্বিক পরিবেশ উন্নয়নসহ যাবতীয় বিষয় এর অন্তর্ভূক্ত। ইতোপূর্বে যারা এই অফিসকে দেখেছেন তারা অনেকেই এখন এই অফিস চিনতে পারেন না। ২০১৪ সাল থেকে এই অফিসে নেয়া হয়েছে একটির পর একটি কাইজেন প্রকল্প, যা বর্তমানেও অব্যাহত আছে। অফিস বিল্ডিং এর প্রবেশ পথে বসানো হয়েছে একটি আধুনিক বোর্ড যেখানে সকল অফিসারের তালিকা ও রুম নম্বর প্রদর্শিত হয়। যুগোপযোগী নথি ব্যবস্থাপনায় জন্য প্রতিটি শাখার জন্য তৈরি করা হয়েছে ভিন্ন ভিন্ন কালারের ফাইল, তৈরি করা হয়েছে অফিসের নিজস্ব খাম, সরকারের নির্ধারিত ফরমেটে প্রতিটি রেজিস্টার লালসালুতে বাঁধাই করা হয়েছে এবং যথাযথ ভাবে সংরক্ষণ করা হচ্ছে। সঠিক সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে বসানো হয়েছে দুইটি ডিজিটাল হাজিরা যন্ত্র, সেবা প্রার্থীদের সুবিধার্থে তৈরি হয়েছে একটি ই-সেবা কেন্দ্র ও ফ্রন্টডেস্ক, আগত সেবা গ্রহীতাদের বসার জন্য একটি আধুনিক অভ্যাগত কক্ষ, পিএ সিস্টেম সম্বলিত অধুনিক কনফারেন্স রুম, পুরো অফিসকে আনা হয়েছে একটি ওয়াই ফাই নেটওয়ার্ক এর আওতায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিকল্প হিসেবে বসানো একটি শক্তিশালী জেনারেটর, অফিসের মসজিদের আধুনিকায়ন, ওযুখানা নির্মাণ, মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, মসজিদের ছাদের সৌন্দর্য বর্ধন, অফিসের যত্রতত্র সাইকেল ও মোটর সাইকেল রাখার পরিবর্তে সেগুলোর জন্য তৈরি করা হয়েছে একটি নির্ধারিত সাইকেল শেড, লাইব্রেরীর আধুনিকায়নের পাশাপাশি বিভাগীয় কমিশনার মহোদয়ের নিজস্ব চেম্বারটিকে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিকভাবে, অফিসের প্রবেশ পথ ঘেষে তৈরি করা হয়েছে একটি নান্দনিক ফুল বাগান। পুরো অফিস ক্যাম্পাস আনা হয়েছে শক্তিশালী ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়,অফিসের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে একটি দৃষ্টিনন্দন আধুনিক বাউন্ডারী ওয়াল ও সুপ্রসস্ত প্রধান ফটক। ইতোপূর্বের ১৬ ফুট প্রবেশ পথটি প্রসস্ত করে ৪০ ফুটে উন্নীত করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS